Pages

2012-08-01

Rain - বৃষ্টি


এখন এক বৃষ্টি ভেজা ভোর
আর দু চোখের কোলে জল
আজ অনেক দুরে আমি-তুমি
একলা তোমার আমার শহর

এক ঝড়-বাদল এর দুপুরবেলা
বই এর ফাঁকে লুকোনো চিঠি
মনের মাঝে উথাল-পাথাল
চলে পুরনো স্মৃতির খেলা

কাল-বৈশাখী সন্ধে আজ
হাতে ধরা কলম এখন চুপ
তোমার কথা ভাবছি বসে সুধু
বাকি পরে রয়েছে যত কাজ

মাঝ রাতে সেই ঝড় থেমে গেছে
বুকের মাঝে নিঝুম নিস্তব্ধতা
মনে মনে চেয়েছি আমি জেনেও
আর কখনো পাবো না তোমায় কাছে

2012-07-12

Prepared to Fail

Be prepared to fail...
You can try once more,
But be prepared to fail.
Yes you have victories
And you will triumph again
Once, twice, many more times
You will climb the stairs
And step by step
You will make it to the top
And you will fall
Yes, you will fall for sure
You will come tumbling down
You will crash and burn
You will be bruised and battered
And then you can quit
Give up and walk away
Or you can be prepared to fall
And be ready to get up once more...

2012-06-29

Khokon - খোকন

ইস্কুল বাস বাড়ি এসে
নামিয়ে দেয় যখন
তখন থেকে সারা দুপুর
একাই থাকে খোকন

কাজের মাসি দরজা খুলে
পাত পেতে দেয় খেতে
বলে, বাপির ফিরতে দেরী হবে
বলে গেছে যেতে যেতে

খেয়ে উঠে খোকন ভাবে
এবার সে কি করে
কাজের মাসি নিশ্চিন্তে
ঘুমোয় পাশের ঘরে

নেই কোনো খেলার সাথী
নেই কোনো ভাই বোন
তাই একা একাই স্বপ্ন বোনে
ছোট্ট খোকনের মন

আছে কত কমিক্স বই
রং-চঙে, সাদা-কালো
সবই যে তার পরা শেষ
কিছুই লাগেনা ভালো

মা শুনলে দেবে বকা
যাবেনা টিভি দেখা
নিজের মনে গল্প করে
খোকন একা একা

এমন করে কাটে সময়
হয় বিকেল দুপুর গিয়ে
কাজের মাসি ডাকে এসে
হরলিক্স এর গ্লাস নিয়ে

আজ টিউসন দিদিমনি
আসবে সন্ধে হলে
হোম-টাস্ক করিয়ে দিয়ে
একটু পরেই যাবে চলে

মা বাপি ফিরবে রাতে
তাদের ক্লান্ত শরীর নিয়ে
নিজেদের ঘরে যাবে শুতে
ওকে গুড নাইট জানিয়ে

ঘুমের মাঝে জানবে না সে
পাবেনা মায়ের হাসির দেখা
কাল ও সারা দিন ধরে
খোকন থাকবে একা একা

2012-06-18

Unsung Hero

One more battle was fought today,
And once again history was made;
Great deeds great Heroes performed,
Feats whose tales would never fade.

Feats of bravery, acts of sacrifice,
All done to honour the throne;
Deeds now etched in song forever,
As the army marched back home.

Against all odds they had fought,
Adverse was their final stand;
And victory had been theirs at last,
Won with many a bloody hands.

Yet it was a bitter-sweet victory,
And very dearly had the victors paid;
Many a Hero had been martyred,
Fighting to keep of the foreign raid.

It was a day for martyrs and heroes,
A day to be immortalised in song;
And yet it was also a forgetful day,
Forgetting those who'd fought along.

For that's the truth of the battlefield,
Heroes don't march to war alone;
Its the legions, the unsung heroes,
On whose backs the war is won.

They too wield their shield and sword,
Into the battle they march with the spear;
They are common men like you and me,
Who have stood up to face their fear.

Fear of death, fear for their family,
A fear that they would lose it all;
Yet they fight for duty, for honour,
They'd not let their motherland fall.

When the dogs of war are unleashed,
They stand unflinching; proud and tall;
Then swords clash and shield splinter,
And in the ruins, nameless do they fall.

And those who live to see the victory,
Whom Lady Luck had spared alive;
Now trod back home with the Heroes,
Bruised and battered from the strife.

They return in triumph to the city streets,
Heroes showered with gifts, big and small;
Few are the tears for those that fell,
The nameless, who don't return at all.

Those that did return now make for home,
Where their wives waited so long in fear;
Who now tend the battered frames,
And wash the wounds with their tears.

No one heeds their mighty effort,
No one cares to soothe their pain;
But once more when threat arrives,
The Unsung Heroes will stand again.

2012-05-28

Rudropolash II - রুদ্রপলাশ II

আমি দ্বিগন্ত থেকে দ্বিগন্ত ঘুরে
আবার বেছেছি ফেরার রাস্তা
ধুলোঢাকা স্মৃতি ফের পাবে দ্যুতি
মনে রয়েছে তারই আস্থা

পুরনো কথা, পুরনো স্মৃতি
আজ পুরনো সকল গল্প
পুরনো মানুষ নতুন হয়েছে
যা অপরিবর্তিত তা অল্প

পাল্টে গেছে সে খেলার মাঠ
বাড়ির ভীড়ে ঢেকেছে আকাশ
স্মৃতি আগলে রয়েছ একা
হে প্রিয় বন্ধু রুদ্রপলাশ

আর কেউ তো ছিল না তখন
যখন তুমি কাছে ডেকেছিলে
আমার হাতে তুমি নিজের
বন্ধুত্বের হাত রেখেছিলে

শ্বেত-সুভ্র এই সম্পর্কের
আমরা দিইনি কোনো নাম
তাও কোনো দিন ভুলবো কি
এই সম্পর্কের কি দাম

না ই বা বুঝলো অন্য কেউ
তোমার আমার বন্ধুত্বের মানে
আমাদের শৈশব সুখস্মৃতি
তারা কেউ কি আর জানে

তোমার সাথে জড়িয়ে রয়েছে
কত অগুন্তি স্মৃতি, হায়
সে সব আনন্দময় দিনের কথা
কখনো কি ভোলা যায়

কত স্মৃতি যে আছে গোপন
যা মন করেনা প্রকাশ
প্রহরী হয়ে আগলে রেখেছ
হৃদয়-বন্ধু রুদ্রপলাশ

অনেক দুরে এসেছিলাম চলে
এই বিদেশে বেঁধেছিলাম ঘর
ফেলে এসেছিলাম পুরনো অতীত
হয়েছিলাম নিজের কাছেই পর

পারিনি ছাড়তে কিছু পিছুটান
মিলিয়ে যায়নি মনের কোলাহল
সেকল এর চেয়েও সক্ত বন্ধন
কারুর দু ফোটা চোখের জল

আজ তাই ফের আসব ফিরে
বুক ভরে নেব সুবাতাস
একবার আবার সঙ্গী হব
আমি আর তুমি, রুদ্রপলাশ

2012-05-16

Trade - II

Say, if peace was up for sale,
Would you buy it;
Would make haste to try it?
Imagine you could buy love,
Even if for a day;
How much would you pay?
Think, if you had the power,
To allay all fears;
Would you wipe away the tears?
What have we got to lose,
We can try, me and you
For Dreams too can come true...

2012-05-07

Decay

No birds spread wings on empty skies
No triumphs of joy on fruitless tries
Wars are fought on blunt edged swords
And I fought my ones with empty words

No tales of glory and no claims to fame
Never were winners on this deadly game
Life; an empty park, a lone rotten bench
World reeks with stale humanity's stench

Our freedom is forfeit, all courage is lost
All life is mortgaged at a nominal cost
Meekly we bear slavery's strangling bands
Servile ropes bound our feet and hands

No effort is made and we don't even try
The pain has numbed and we don't cry
The grip of despair now holds so strong
To make an effort is thought to be wrong

So the battles are lost before they begin
There is no longer confidence in a win
We sit by and lament the losses in fight
Never daring to put things back right

And things keep going from bad to worse
Humanity silently shares this deadly curse
It's our sorry tale; and it's all I have to say
The world waits it doom in a state of decay.

2012-04-26

Yin-Yang - আলো-আঁধার

তোর চোখে ছিল স্বপ্ন
আর আমার চোখ রক্তবর্ণ
তোর জন্যে সুখ স্বপ্ন
আর আমার রাত জাগা পর্ণ

তুই মেখে ছিলি ঠোটে হাসি
আমার জিভের ডগায় গালি
ভালোবাসা চিনেছিলি তুই
আমার সুধু ঝগড়া বাওয়ালী

খিদে কষ্ট চিনিসনি তুই
নরম গদিতে কাটাস রাত
আমার যুদ্ধ নিজের সাথে
চোখের জল এ কিনি ভাত

তাই সুধু কষ্ট আমার মনে
আমার চোখে ব্যথা স্পষ্ট
তোর কিছুই লাগেনা ভালো
মনে করিস সবই সময় নষ্ট

তোর স্বপ্ন বেড়াতে যাওয়ার
তোর স্বপ্ন নতুন জামার
শেকল বাঁধা রয়ে গেছে
মুক্তি পাওয়ার স্বপ্ন আমার

বল কেন এই তফাত সালা
কেন তুই আলো, আমি আঁধার
কেন রঙিন হয়না আমার পৃথিবী
আমি চাই উত্তর এই ধাঁধার

2012-04-12

Conversation - নিজের সাথে গল্প

অনেক দিন পর আজ
নিজের কাছে ফিরেছি
"কি রে, কেমন আছিস"
নিজেকে প্রশ্ন করেছি

চমকে উঠেছি নিজেই
নিজের আত্তয়াজ শুনে
কতটা সময় বয়ে গেছে
পারব না বলতে, দিন গুনে

নিজের কাছেই অচেনা হয়েছি
হারিয়েছি নিজেরই ঠিকানা
মনের গোপন ভাবনা সব
হায়, নিজের কাছেই অজানা

আবার করে চিনতে নিজেকে
বাড়িয়েছি বন্ধুত্বের হাত
ঠিক করেছি করবো গল্প
নিজের সাথে আজ সারা রাত

শুনব নিজের মনের কথা
তার যা যা বলার আছে
খুজবো মনের সে সব ইচ্ছে
যা লুকোনো নিজেরই কাছে

সারা রাত তাই গল্প চলবে
শেষ হবে কাল ভোর এ
সারা রাত নিজেকে খুজবো
চিনব নিজেকে নতুন করে

পারো যদি তাই তুমিও
কখনো সময় করে অল্প
কোনো এক একলা রাতে
কোরো নিজের সাথে গল্প

2012-04-02

Curtain Call

I am at the end of the road today,
And I still have so much more to say;
Maybe tomorrow the sun will rise again
But, I chose to burn out than to fade away...

I have won some battles, and lost some too,
I have enjoyed triumphs, not far and few;
So, please don't think I am running away,
Coz' even taste of defeat is nothing new...

In the game of life, there's no magic wand,
You place your bets and pick your hand;
You just try to put up your best poker face,
While the clock ticks on in grains of sand...

When the time runs out, you gotta move on
It doesn't matter, whether you lost or won;
There's one final act that needs to be done
You pull the trigger, and hand in your gun...

So, I seek no songs of glory on my way
Nor do I choose to shed tears of dismay
If ever there comes a chance to be back
I will burn once more, than fade away...


2012-03-20

Banal Existence - একঘেয়ে জীবন

(সহ-স্রষ্ঠা - সাস্বতি ঘোষ)

ভোর বেলা উঠে তুমি বলো হায় হায়,
মায়াবী শেকল সব বাঁধা আছে পায়ে;
কেটে যাবে দিন আজও নানা পথ চেয়ে,
জীবন আজ ফের আবার, সেই একঘেয়ে।

একঘেয়ে দিন সব, শুরু থেকে শেষে
দিন আসে, দিন যায়ে, দেখো তুমি বসে
একা একা থেকে, একাকিত্ব খোজে মন
নিজ-মনে বয়ে চলে, সাদা-কালো এ জীবন।

আমি বলি তুলির টানে কত রঙের খেলা,
আঁধারে ঢাকা এ মন কেন এই বেলা?
ভোরের আকাশে যখন আজ নতুন আলো,
জীবনের কেনভাস কেন সাদা-কালো?

বলো তুমি আলো কোথা, এ রাতের আঁধার,
জীবনের কেনভাস সাদা-কালো ই আমার,
প্রিয় শিল্পী তুলির টানে রং দেবে যবে,
রং লাগা কেনভাস এ তবে ভোর হবে ...

আলো আছে আকাশে, রামধনু কোণে,
আলো আছে সঞ্চিত আমাদের মনে,
আলো নাই, আলো নাই, বলো থেকে থেকে,
আলো করো উপেক্ষা চোখ বুঝে রেখে।

নেই আলো, এই ভালো, আর কত দিন?
হবে জয়, কবে ভয়, যে ভিত্বিহীন?
দৃঢ় পায়ে হাঁটো পথ, খুলে যাবে দ্বার,
মুখে হাসি এলে পরে, কাটে অন্ধকার।

2012-03-14

Prostitution - দেহব্যবসা

রোজ যখন আঁধার নামে
আকাশ হয় কালো
তোদের লোভের দয়ায়ে আমার
আয়ে হয় বেশ ভালো

তোর ঘরের আলো নিভলে পরে
সেজে ওঠে আমার ঘর
তোরা সবাই আসিস লুটতে মজা
কে আপন কে পর

রাখিস কত দগ্ধ ক্ষত
রোজ আমার গায়ে
মুখ বুঝে সব সইতে হয়
এই পোড়া পেটের দায়ে

সকাল হলে যাস তোরা চলে
যে যার নিজের কাজে
আঙ্গুল তুলে বলিস তোরা
"মেয়েটা নষ্ট, মেয়েটা বাজে"

তোদের কথা বুকে বেধে
জমতে থাকে রাগ
বলিস তোরা সমাজের বুকে
আমরা কালো দাগ

আমার দুঃখ, কষ্ট, লাঞ্ছনা
সবই যে তোর হাতে
তোরাই আবার আসবি ফিরে
আমার ঘরে আজ রাতে...

2012-03-06

Another Day

Another day, another sunrise
Yet the story remains the same;
To fight it out, and win it all,
And stake your claims to fame.

Know the rules, have your plans,
And pick your devils to fight;
You do it again, you rule the field,
But something never feels right.

They say its over, but you know better,
To bask in joy or wail in sorrow;
For there's another day, another fight
That waits for you tomorrow.

Some days, the rules are new,
On others, they are same and old;
But each day is a battle fought,
When the final story is told.

So choose a path and walk along,
As things keep coming your way;
You fight the fight and carry on,
Because tomorrow is another day.

2012-02-29

Defeat - পরাজয়

আমি হারতে চাই...
হ্যাঁ হারতেই চাই
কি এসে যায়? কি হবে জিতে ?
আরও একবার সবার বাহবা পেয়ে?
এই হার-জিত এর লড়াই এর চক্রবুহে ঘুরে
যা যা পাওয়ার তা সব ই তো পেয়েছি
আর যেটুকু ছিল তা সবটাই হারিয়েছি...
তাই আর জিততে ভালো লাগে না
হেরে যাওয়ার ও এক নিজ্বস আনন্দ আছে
আজ আমায় সেই আনন্দের নেশায় পেয়েছে
ক্ষমতার লড়াইয়ে চলছে যে পৃথিবী
সেখানে পরাজিত কে কেউ খোঁজে না
তাই তার জন্যে আছে আবছা আঁধারের আশ্রয়
আছে লোকচক্ষুর আড়ালে এক বিশ্রামাগার
আর যে বিজয়ী, তার তো সুধুই আলো
সে আলো তে চারিদিক ঝলমল
ফুটে ওঠে পৃথিবীর সুসজ্জিত রূপ
সেই আলো তে ছবি ভালো ওঠে
কিন্তু সে চোখে আনে জল
আর সে ঝলসে দায়ে দৃষ্টি
তাই আজ না হয় না ই বা জিতলাম
তাই আজ আমি হেরে যেতে চাই...

2012-02-16

It Rained

It rained...
A drenching, drowning, deluge;
Of hope and horror alike.
As the mother pigeon sheltered its hatchlings
While the farmers offered prayers of gratitude.
I stood as if petrified
Wet, cold, shivering;
Soaked to the very bones.
And you walked away...
The storm was picking up
The torrent getting stronger
The fountain of life; transformed
Now threatened to crush it all.
The bouquet of read roses;
Deprived, despised, discarded; Doomed...
Washed away with the mud and filth.
But the flood failed to cleanse...
And the pain surged and welled up
It could not be washed away
And the tears rolled out; wave after wave,
I hoped, I wished, I prayed
I hoped you would turn back,
I wished you could feel my pain,
I prayed you could see these tears,
But it rained......

2012-02-09

Recusant Kiss - বিদ্রোহী চুম্বন

মুছে দিয়ে বাধা
এসো কাছা-কাছি
হোক নতুন এক শুরু
করো প্রাণ ভরে আলিঙ্গন

বোঝো না যে হায়
সময় চলে যায়ে
ফিরে পাবে না চেয়েও
ভালবাসার এই মায়াবী কিছুক্ষণ

ঠোটে ঠোট রাখো
নাও নিষিদ্ধ আস্বাদ
ভুলে সমাজের ভয়
সময় চাইছে বিদ্রোহী চুম্বন

তুমি আমি জানি
এই প্রেম কতখানি
তবু ভান করি
শুনতে পাইনা শরীরের আমন্ত্রণ

মনে মনে চাও
যেন তবু ও লুকাও
এক বার মুখ ফুটে বলো
যদি চাও আসুক পরিবর্তন

নাও কাছে টেনে
হাতে হাত ধর
রাখো চোখে চোখ
আর ঠোটে থাক বিদ্রোহী চুম্বন

2012-01-20

Love Tango

I know you want to hate me
But then, really, that's fine;
I know you still do love me
But you'll never be mine...

I didn't know what to feel
The sense of ardour surreal
A feeling so strong I couldn't ignore
It was something I hadn't felt before
Everything felt great
And life looked ornate
We were together, entwined by Fate.

I know you want to hate me
But then, really, that's fine;
I know you still do love me
But you'll never be mine...

I felt we were going strong
Now, I see I got it wrong
Your heart remained out of reach
Beyond a wall I could not breach
For, I could never find
What's in your mind
You had never left your past behind.

I know you want to hate me
But then, really, that's fine;
I know you still do love me
But you'll never be mine...

So you ended the miseries
Leaving behind memories
Now that those days are gone
And you find yourself all alone
Just lose your fears
Baby, no more tears
There waits a heart to be truly yours.

I know you want to hate me
But then, really, that's fine;
I know you still do love me
But you'll never be mine...

2012-01-05

Vociferation - ललकार

ज़िन्दगी सिर्फ जिंदा रहने का ही नहीं
जिंदादिली का भी नाम है
रोज़-मर्रा के कठिनाईयोँ को पीछे छोड़
आगे बढ़ना हमारा काम है

इरादा ये ठान लो आज दिल में तुम भी
ज़िन्दगी में कुछ कर दिखायेंगे
करेंगे मुसीबत का डट के मुक़ाबला
हर मंज़िल को हम पाएंगे

लेकिन जब हो अनगिनत बाधाएं
और हो जाये कभी हार से सामना
सुन लेना अपने दिल की ललकार
कभी भी, कभी भी हार न मानना

जोश, मोहब्बत, ज़ज्बात, जुनून
ज़िन्दगानी के सेज येही तो सजाते हैं
ज़िन्दगी पूरी तरह तो वोह जीते हैं
जो अपने हार का भी जस्न मानते हैं

2012-01-04

Rebellion - विद्रोह

ज़िन्दगी को तराजू पे तोलकर
पहलुओं का साथ निभाना भूल गए
कोरे पन्ने हिसाबो से भरकर
क्यूँ रंगोँ को आज़माना भूल गए

क्या हुआ जो कुछ सवाल थे यूं
जिनका जवाब मालूम न था
आँसू जो पलकोँ तक रह गए
कभी वोह भी तो महरूम न थे

अगर आज हंसी है मुनासिब
कभी गम भी तो है झेलना
जीना तो तब जीना कहलाये
जब हो जान की बाज़ी खेलना

शिद्दत तो बस मुनाफे के लिए
हम प्यार-मोहब्बत भूल चुके
रोज़-मर्रा के बर्दाश्त में हम
शायद शिकायत भूल चुके

रोज़ समझौता करते करते
बस आधी ज़िन्दगी जी रहे हैं
आज अपने ही हाथोँ से हम
ज़हर का प्याला पी रहे हैं

क्यूँ खींचे हैं यह झूटे सरहद
और क्यूँ बेगानी डरना आज
हर रुकावट को चीर कर
हमें है मन-मानी करना आज

जो इमारतें हैं रूडी आदत की
उनकी है बुनियाद हिला देना
आज हर एक झूठी दीवार को
है हमें मिटटी में मिला देना

आज खून-पसीना बहने दो
कल ख़ुशी के आँसू रोएंगे
एक सुनहरे कल के खातिर
हम आज नए ख्वाब पिरोएँगे