Pages

2012-03-14

Prostitution - দেহব্যবসা

রোজ যখন আঁধার নামে
আকাশ হয় কালো
তোদের লোভের দয়ায়ে আমার
আয়ে হয় বেশ ভালো

তোর ঘরের আলো নিভলে পরে
সেজে ওঠে আমার ঘর
তোরা সবাই আসিস লুটতে মজা
কে আপন কে পর

রাখিস কত দগ্ধ ক্ষত
রোজ আমার গায়ে
মুখ বুঝে সব সইতে হয়
এই পোড়া পেটের দায়ে

সকাল হলে যাস তোরা চলে
যে যার নিজের কাজে
আঙ্গুল তুলে বলিস তোরা
"মেয়েটা নষ্ট, মেয়েটা বাজে"

তোদের কথা বুকে বেধে
জমতে থাকে রাগ
বলিস তোরা সমাজের বুকে
আমরা কালো দাগ

আমার দুঃখ, কষ্ট, লাঞ্ছনা
সবই যে তোর হাতে
তোরাই আবার আসবি ফিরে
আমার ঘরে আজ রাতে...

No comments:

Post a Comment