(সহ-স্রষ্ঠা - সাস্বতি ঘোষ)
ভোর বেলা উঠে তুমি বলো হায় হায়,
মায়াবী শেকল সব বাঁধা আছে পায়ে;
কেটে যাবে দিন আজও নানা পথ চেয়ে,
জীবন আজ ফের আবার, সেই একঘেয়ে।
একঘেয়ে দিন সব, শুরু থেকে শেষে
দিন আসে, দিন যায়ে, দেখো তুমি বসে
একা একা থেকে, একাকিত্ব খোজে মন
নিজ-মনে বয়ে চলে, সাদা-কালো এ জীবন।
আমি বলি তুলির টানে কত রঙের খেলা,
আঁধারে ঢাকা এ মন কেন এই বেলা?
ভোরের আকাশে যখন আজ নতুন আলো,
জীবনের কেনভাস কেন সাদা-কালো?
বলো তুমি আলো কোথা, এ রাতের আঁধার,
জীবনের কেনভাস সাদা-কালো ই আমার,
প্রিয় শিল্পী তুলির টানে রং দেবে যবে,
রং লাগা কেনভাস এ তবে ভোর হবে ...
আলো আছে আকাশে, রামধনু কোণে,
আলো আছে সঞ্চিত আমাদের মনে,
আলো নাই, আলো নাই, বলো থেকে থেকে,
আলো করো উপেক্ষা চোখ বুঝে রেখে।
নেই আলো, এই ভালো, আর কত দিন?
হবে জয়, কবে ভয়, যে ভিত্বিহীন?
দৃঢ় পায়ে হাঁটো পথ, খুলে যাবে দ্বার,
মুখে হাসি এলে পরে, কাটে অন্ধকার।
ভোর বেলা উঠে তুমি বলো হায় হায়,
মায়াবী শেকল সব বাঁধা আছে পায়ে;
কেটে যাবে দিন আজও নানা পথ চেয়ে,
জীবন আজ ফের আবার, সেই একঘেয়ে।
একঘেয়ে দিন সব, শুরু থেকে শেষে
দিন আসে, দিন যায়ে, দেখো তুমি বসে
একা একা থেকে, একাকিত্ব খোজে মন
নিজ-মনে বয়ে চলে, সাদা-কালো এ জীবন।
আমি বলি তুলির টানে কত রঙের খেলা,
আঁধারে ঢাকা এ মন কেন এই বেলা?
ভোরের আকাশে যখন আজ নতুন আলো,
জীবনের কেনভাস কেন সাদা-কালো?
বলো তুমি আলো কোথা, এ রাতের আঁধার,
জীবনের কেনভাস সাদা-কালো ই আমার,
প্রিয় শিল্পী তুলির টানে রং দেবে যবে,
রং লাগা কেনভাস এ তবে ভোর হবে ...
আলো আছে আকাশে, রামধনু কোণে,
আলো আছে সঞ্চিত আমাদের মনে,
আলো নাই, আলো নাই, বলো থেকে থেকে,
আলো করো উপেক্ষা চোখ বুঝে রেখে।
নেই আলো, এই ভালো, আর কত দিন?
হবে জয়, কবে ভয়, যে ভিত্বিহীন?
দৃঢ় পায়ে হাঁটো পথ, খুলে যাবে দ্বার,
মুখে হাসি এলে পরে, কাটে অন্ধকার।
No comments:
Post a Comment