Pages

2012-04-26

Yin-Yang - আলো-আঁধার

তোর চোখে ছিল স্বপ্ন
আর আমার চোখ রক্তবর্ণ
তোর জন্যে সুখ স্বপ্ন
আর আমার রাত জাগা পর্ণ

তুই মেখে ছিলি ঠোটে হাসি
আমার জিভের ডগায় গালি
ভালোবাসা চিনেছিলি তুই
আমার সুধু ঝগড়া বাওয়ালী

খিদে কষ্ট চিনিসনি তুই
নরম গদিতে কাটাস রাত
আমার যুদ্ধ নিজের সাথে
চোখের জল এ কিনি ভাত

তাই সুধু কষ্ট আমার মনে
আমার চোখে ব্যথা স্পষ্ট
তোর কিছুই লাগেনা ভালো
মনে করিস সবই সময় নষ্ট

তোর স্বপ্ন বেড়াতে যাওয়ার
তোর স্বপ্ন নতুন জামার
শেকল বাঁধা রয়ে গেছে
মুক্তি পাওয়ার স্বপ্ন আমার

বল কেন এই তফাত সালা
কেন তুই আলো, আমি আঁধার
কেন রঙিন হয়না আমার পৃথিবী
আমি চাই উত্তর এই ধাঁধার

No comments:

Post a Comment