অনেক দিন পর আজ
নিজের কাছে ফিরেছি
"কি রে, কেমন আছিস"
নিজেকে প্রশ্ন করেছি
চমকে উঠেছি নিজেই
নিজের আত্তয়াজ শুনে
কতটা সময় বয়ে গেছে
পারব না বলতে, দিন গুনে
নিজের কাছেই অচেনা হয়েছি
হারিয়েছি নিজেরই ঠিকানা
মনের গোপন ভাবনা সব
হায়, নিজের কাছেই অজানা
আবার করে চিনতে নিজেকে
বাড়িয়েছি বন্ধুত্বের হাত
ঠিক করেছি করবো গল্প
নিজের সাথে আজ সারা রাত
শুনব নিজের মনের কথা
তার যা যা বলার আছে
খুজবো মনের সে সব ইচ্ছে
যা লুকোনো নিজেরই কাছে
সারা রাত তাই গল্প চলবে
শেষ হবে কাল ভোর এ
সারা রাত নিজেকে খুজবো
চিনব নিজেকে নতুন করে
পারো যদি তাই তুমিও
নিজের কাছে ফিরেছি
"কি রে, কেমন আছিস"
নিজেকে প্রশ্ন করেছি
চমকে উঠেছি নিজেই
নিজের আত্তয়াজ শুনে
কতটা সময় বয়ে গেছে
পারব না বলতে, দিন গুনে
নিজের কাছেই অচেনা হয়েছি
হারিয়েছি নিজেরই ঠিকানা
মনের গোপন ভাবনা সব
হায়, নিজের কাছেই অজানা
আবার করে চিনতে নিজেকে
বাড়িয়েছি বন্ধুত্বের হাত
ঠিক করেছি করবো গল্প
নিজের সাথে আজ সারা রাত
শুনব নিজের মনের কথা
তার যা যা বলার আছে
খুজবো মনের সে সব ইচ্ছে
যা লুকোনো নিজেরই কাছে
সারা রাত তাই গল্প চলবে
শেষ হবে কাল ভোর এ
সারা রাত নিজেকে খুজবো
চিনব নিজেকে নতুন করে
পারো যদি তাই তুমিও
কখনো সময় করে অল্প
কোনো এক একলা রাতে
কোনো এক একলা রাতে
কোরো নিজের সাথে গল্প
No comments:
Post a Comment