Pages

2012-02-29

Defeat - পরাজয়

আমি হারতে চাই...
হ্যাঁ হারতেই চাই
কি এসে যায়? কি হবে জিতে ?
আরও একবার সবার বাহবা পেয়ে?
এই হার-জিত এর লড়াই এর চক্রবুহে ঘুরে
যা যা পাওয়ার তা সব ই তো পেয়েছি
আর যেটুকু ছিল তা সবটাই হারিয়েছি...
তাই আর জিততে ভালো লাগে না
হেরে যাওয়ার ও এক নিজ্বস আনন্দ আছে
আজ আমায় সেই আনন্দের নেশায় পেয়েছে
ক্ষমতার লড়াইয়ে চলছে যে পৃথিবী
সেখানে পরাজিত কে কেউ খোঁজে না
তাই তার জন্যে আছে আবছা আঁধারের আশ্রয়
আছে লোকচক্ষুর আড়ালে এক বিশ্রামাগার
আর যে বিজয়ী, তার তো সুধুই আলো
সে আলো তে চারিদিক ঝলমল
ফুটে ওঠে পৃথিবীর সুসজ্জিত রূপ
সেই আলো তে ছবি ভালো ওঠে
কিন্তু সে চোখে আনে জল
আর সে ঝলসে দায়ে দৃষ্টি
তাই আজ না হয় না ই বা জিতলাম
তাই আজ আমি হেরে যেতে চাই...

No comments:

Post a Comment