মুছে দিয়ে বাধা
এসো কাছা-কাছি
হোক নতুন এক শুরু
করো প্রাণ ভরে আলিঙ্গন
বোঝো না যে হায়
সময় চলে যায়ে
ফিরে পাবে না চেয়েও
ভালবাসার এই মায়াবী কিছুক্ষণ
ঠোটে ঠোট রাখো
নাও নিষিদ্ধ আস্বাদ
ভুলে সমাজের ভয়
সময় চাইছে বিদ্রোহী চুম্বন
তুমি আমি জানি
এই প্রেম কতখানি
তবু ভান করি
শুনতে পাইনা শরীরের আমন্ত্রণ
মনে মনে চাও
যেন তবু ও লুকাও
এক বার মুখ ফুটে বলো
যদি চাও আসুক পরিবর্তন
নাও কাছে টেনে
হাতে হাত ধর
রাখো চোখে চোখ
আর ঠোটে থাক বিদ্রোহী চুম্বন
এসো কাছা-কাছি
হোক নতুন এক শুরু
করো প্রাণ ভরে আলিঙ্গন
বোঝো না যে হায়
সময় চলে যায়ে
ফিরে পাবে না চেয়েও
ভালবাসার এই মায়াবী কিছুক্ষণ
ঠোটে ঠোট রাখো
নাও নিষিদ্ধ আস্বাদ
ভুলে সমাজের ভয়
সময় চাইছে বিদ্রোহী চুম্বন
তুমি আমি জানি
এই প্রেম কতখানি
তবু ভান করি
শুনতে পাইনা শরীরের আমন্ত্রণ
মনে মনে চাও
যেন তবু ও লুকাও
এক বার মুখ ফুটে বলো
যদি চাও আসুক পরিবর্তন
নাও কাছে টেনে
হাতে হাত ধর
রাখো চোখে চোখ
আর ঠোটে থাক বিদ্রোহী চুম্বন
No comments:
Post a Comment