Pages

2011-12-12

Humanity - মানব-ধর্ম

ভেতরে এসে বস বাবু,
বাইরে যে হলো অন্ধকার
ডাকলো ফের মা আমায়
এলো বন্ধ করতে দ্বার

আর একটু দাড়াও না মা
তুমিও বস এসে পাশে
বললাম আমি মা কে
যদি বাবা ফিরে আসে

জেদ করে না লক্ষী সোনা
মা বলল লুকিয়ে চোখের জল
অনেকক্ষণ তো বসলি উঠোনে
এবার সোনা ভেতরে চল

এরম কেটেছে কত সন্ধে
বসে পথ চেয়েছি বারে বার
ফেরেনি তবুও বাবা কোনদিন
জানি, সে ফিরবে নাকো আর

বহুদিন পর জানতে পেরেছি
কি নৃসংশ ছিল বাবার মৃত্যু
কত হাজার বছর পেরিয়ে এসে
আজও মানুষ মানুষের শত্রু

সুধু একটি ভুল করেছিল তারা
ছিল না দোষ কোনো অন্য
মা বাবার হৃদয় হয়েছিল এক
হায়, যদিও ধর্ম ছিল ভিন্ন

সেই ভুল এর মাশুল গুনতে
দিতে হয়েছিল বাবা কে প্রাণ
পালিয়ে বেঁচেছিল মা কোনমতে
লুকিয়ে করেছিল আমায়ে জন্মদান

করে সহ্য অনেক কষ্ট 
দিনের পর দিন লড়াই করে
কত অপমান নির্বাক সয়ে
মা আমায়ে বড় করে

সুধু একটা কথা আমায়
মা সেখাত বারে বার
মাথা উঁচু করে বাঁচবে,
মানবে না কোনো দিন হার

সেই শিক্ষাই পেয়েছি আমি
জেনেছি পরিচয় দেয় কর্ম
আশা রাখি আসবে এমন দিন
যখন সেটাই হবে মানব-ধর্ম

No comments:

Post a Comment