Pages

2012-02-29

Defeat - পরাজয়

আমি হারতে চাই...
হ্যাঁ হারতেই চাই
কি এসে যায়? কি হবে জিতে ?
আরও একবার সবার বাহবা পেয়ে?
এই হার-জিত এর লড়াই এর চক্রবুহে ঘুরে
যা যা পাওয়ার তা সব ই তো পেয়েছি
আর যেটুকু ছিল তা সবটাই হারিয়েছি...
তাই আর জিততে ভালো লাগে না
হেরে যাওয়ার ও এক নিজ্বস আনন্দ আছে
আজ আমায় সেই আনন্দের নেশায় পেয়েছে
ক্ষমতার লড়াইয়ে চলছে যে পৃথিবী
সেখানে পরাজিত কে কেউ খোঁজে না
তাই তার জন্যে আছে আবছা আঁধারের আশ্রয়
আছে লোকচক্ষুর আড়ালে এক বিশ্রামাগার
আর যে বিজয়ী, তার তো সুধুই আলো
সে আলো তে চারিদিক ঝলমল
ফুটে ওঠে পৃথিবীর সুসজ্জিত রূপ
সেই আলো তে ছবি ভালো ওঠে
কিন্তু সে চোখে আনে জল
আর সে ঝলসে দায়ে দৃষ্টি
তাই আজ না হয় না ই বা জিতলাম
তাই আজ আমি হেরে যেতে চাই...

2012-02-16

It Rained

It rained...
A drenching, drowning, deluge;
Of hope and horror alike.
As the mother pigeon sheltered its hatchlings
While the farmers offered prayers of gratitude.
I stood as if petrified
Wet, cold, shivering;
Soaked to the very bones.
And you walked away...
The storm was picking up
The torrent getting stronger
The fountain of life; transformed
Now threatened to crush it all.
The bouquet of read roses;
Deprived, despised, discarded; Doomed...
Washed away with the mud and filth.
But the flood failed to cleanse...
And the pain surged and welled up
It could not be washed away
And the tears rolled out; wave after wave,
I hoped, I wished, I prayed
I hoped you would turn back,
I wished you could feel my pain,
I prayed you could see these tears,
But it rained......

2012-02-09

Recusant Kiss - বিদ্রোহী চুম্বন

মুছে দিয়ে বাধা
এসো কাছা-কাছি
হোক নতুন এক শুরু
করো প্রাণ ভরে আলিঙ্গন

বোঝো না যে হায়
সময় চলে যায়ে
ফিরে পাবে না চেয়েও
ভালবাসার এই মায়াবী কিছুক্ষণ

ঠোটে ঠোট রাখো
নাও নিষিদ্ধ আস্বাদ
ভুলে সমাজের ভয়
সময় চাইছে বিদ্রোহী চুম্বন

তুমি আমি জানি
এই প্রেম কতখানি
তবু ভান করি
শুনতে পাইনা শরীরের আমন্ত্রণ

মনে মনে চাও
যেন তবু ও লুকাও
এক বার মুখ ফুটে বলো
যদি চাও আসুক পরিবর্তন

নাও কাছে টেনে
হাতে হাত ধর
রাখো চোখে চোখ
আর ঠোটে থাক বিদ্রোহী চুম্বন