Pages

2011-12-19

Desolate Nights - একাকী রাত

আমার জীবনের অন্তরঙ্গ সঙ্গী
অনেক অনেক একাকী রাত
যখন অন্ধকারের আড়ালে
সব আবরণ ছেড়ে ফেলে
সম্পূর্ণ নগ্ন, অনাবৃত
আয়েনার সামনে দাড়াই
দৈনন্দিন জীবনের অভিনয়ের মাঝে
নিজেকে বারে বারে মনে করিয়ে দিতে
কোনটা আসল আর কোনটা নকল
কারণ মনের মাঝে একটি সংশয়
হাজার মেকি মুখোশের মাঝে
নিজের আসল চেহারা হারিয়ে না যায়ে
ওই একাকী রাতের আড়ালে
উঠে আসে কত স্মৃতি বিস্মৃতি
কিছু অশ্রু ভেজা খুশি
আর হাসি মাখা কান্না
কিছু হারিয়ে যাওয়া হাথের স্পর্স
যা অনেক ক্ষত-চিহ্নর চেও গভীর
প্রায়ই এ অভিজ্ঞতা আমাকে ভিত করে
মনে হয়ে নিষ্টুর সত্যর থেকে
মুখোসের আড়াল ই তো শ্রেয়
তাও আবার কোনো এক একাকী রাতে
সব পিছুটান ফেলে রেখে আমি আর এক বার
নিজেই নিজেকে কাঠগড়ায়ে দাড় করাই

No comments:

Post a Comment