Pages

2011-05-16

Rudropolash - রুদ্রপলাশ

আজ হাজার মানুষের ভিড়ে
মন একা বসে ভাবে,
শৈশব এর সেই হাসি
আবার ফিরে পাব কবে।

ফিরে পেতে চায়ে মন
সেই ভোরের আকাশ
শিশির ভেজা মাঠ
আর বন্ধু রুদ্রপলাশ।

দিয়েছ কত সঙ্গ আমায়
শৈশবের সে দুপুর বেলা,
দেখেছ মোদের মাঠ জুড়ে
চু-কিত-কিত, হা-ডু-ডু খেলা।

কত হাসি-কান্নার গল্প নিয়ে
তোমার সামনেই কৈশোর এ পাড়ি,
তোমার ছায়ায়ে ছিল আমাদের
এক অনাবিল আনন্দময় সপ্নপুরী।

ফুলের গালিচা পেতে ডেকেছ,
কোনো সুখ ই দিতে রাখনি বাদ,
আজ প্রতি মুহুর্তের ব্যস্ততায়
হারিয়েছে সে সব আনন্দ আস্বাদ।

তোমার ছায়ায় বসেই পেলাম
সেই প্রথম প্রেমের চিঠি,
তার পর এক বছর ধরে
কত ভালবাসা, খুনসুটি।

তারপর হঠাৎ ই একদিন
তোমার ছেড়ে চলে যাওয়া,
একবার, সুধু একটিবার,
আমার দিকে ফিরে চাওয়া।

কত কান্না বুকে চেপে রেখে
বলেছিলাম, "ভালো থেকো"
সুধু এইটুকু ছিল প্রার্থনা,
আমায়ে চিরকাল মনে রেখো।

এত পথ পাড়ি দিয়ে এসে
তুমি আজ সুধুই পুরনো স্মৃতি,
তাও কেন যে ভুলতে পারিনি
সেই প্রথম প্রেমের চিঠি।

অমলিন সে চিঠির লেখা
আজও মনের মাঝে,
সযত্নে রাখা আছে সে ফুল
বই এর পাতার খাঁজে।

ঘর ছেড়ে আজ অনেক দূরে
এই স্বেচ্ছা কারাবাস,
আগলে রাখি তোমার স্মৃতি
হে বন্ধু রুদ্রপলাশ।

No comments:

Post a Comment