বৃষ্টি ভেজা সকাল বিকেল
মনে করিয়ে দেয় তোমার কথা
মনে করিয়ে দেয় সেই চুম্বন
ফিরিয়ে আনে বুকের ব্যথা
ভেঙ্গে দিয়েছিলাম সব বাধার দেয়াল
হয়ে উঠেছিলাম এক ও অভিন্ন
মনে পরে সেই হাথের স্পর্শ
মনে পরে সেই প্রেমের আবহমন
যেখানে গচ্ছিত আছে কত অশ্রুধার
আছে সঞ্চিত কত অসমাপ্ত চুম্বন
কেন ফিরে আসবে না তুমি, কেন
কেন বন্ধ কপাট বাহির ও অন্দর
কেন তুমি আর আমি রয়েছি আলাদা
কেন হবে না আবার দিনগুলি সুন্দর
মনে করিয়ে দেয় তোমার কথা
মনে করিয়ে দেয় সেই চুম্বন
ফিরিয়ে আনে বুকের ব্যথা
মনে পরে কি সেই দিনগুলির কথা
যখন তুমি আর আমি এসেছিলাম কাছেভেঙ্গে দিয়েছিলাম সব বাধার দেয়াল
হয়ে উঠেছিলাম এক ও অভিন্ন
মনে পরে সেই হাথের স্পর্শ
মনে পরে সেই প্রেমের আবহমন
যেখানে গচ্ছিত আছে কত অশ্রুধার
আছে সঞ্চিত কত অসমাপ্ত চুম্বন
কেন ফিরে আসবে না তুমি, কেন
কেন বন্ধ কপাট বাহির ও অন্দর
কেন তুমি আর আমি রয়েছি আলাদা
কেন হবে না আবার দিনগুলি সুন্দর
No comments:
Post a Comment