Pages

2011-11-02

Wish - ইচ্ছে

আমি মহাকাশের বুকে নক্ষত্র হতে চাই
এক ক্ষুদ্র নিহারিকা এই বৃহত সংসারে
তুমি সূর্য হয়ে রাঙিয়ে দেবে ভোরের আকাশ
তোমার আলোয় বিলীন হয়ে যাব বারে বারে

আমি হতে চাই এক ক্ষুদ্র বালির কনা
দিগ্বন্ত বিস্তীর্ণ কোনো নির্জন মরুপ্রান্তরে
তুমি ঝর হয়ে উড়িয়ে নিয়ে যাবে আমায়ে
রেখে যাবে তোমার স্পর্শ আমার অন্তরে

ইচ্ছে হয় হতে এক বিস্ফুরিত অগ্নিশিখা
যখন তুমি হয়ে ওঠো বন্ধন মুক্ত দাবানল
তোমার আলোয় আলোকিত হয় পৃথিবী
আর তোমার ভয়েই হয় মানব কোলাহল

সুধু চেয়েছি হতে ভোরের অলঙ্কার
একটি তৃণর ওপর পবিত্র শিশিরবিন্দু
কারণ ক্ষুদ্রের মধ্যেই থাকে বৃহত গুপ্ত
থাকে জলের কণা তেও সাগর-সিন্ধু

No comments:

Post a Comment