Pages

2011-10-19

Hide-n-Seek - লুকোচুরি

দিন আসে দিন যায়ে,
নব নতুন সাজে
সবই তাও একই থাকে
জীবনের মাঝে

সুখ এসে গেল চলে
দেখ বার বার
রয়ে গেল মন-মাঝে
সেই অন্ধকার

আলো আঁধারের লুকোচুরি
এই জীবন মাঝে
মন তাই আজও হায়
টুকরো হাসি খোজে

খোজ খোজ বলে মন
কিন্তু বোঝে না হায়
যা কখনো ছিলোই না
তা কেউ কি খুঁজে পায়...

No comments:

Post a Comment