আজ মানুষ মাত্রই একটা মুখোশ,
কেউ জানেনা তার আসল পরিচয়।
হারিয়ে গেছে তার পেছনের মুখ,
কেউ জানতে হায় আর চায়ে ও না।
তাই আমিও আজ মুখোশের আড়ালে,
তাই আমার ঠোঁটের কোণেও আজ হাসি,
কোনো কষ্টই আর ছুটে পারে না আমায়,
আজ সবাই ই যে আমার বড় আপন।
আজ মুখোশ ই আমার বন্ধু,
আর নিজেকেই ভুলতে চাই,
নিজেরই সাজানো এই মেকি স্বপ্নে,
আজ নিজেই নিজেকে হারাই।
এর ই মধ্যে এলে তুমি এক ঝড় হয়ে,
তোলপাড় করে দিলে আমার অস্তিত্ব,
কেড়ে নিতে চাইলে আমার মুখোশ,
চিনে নিতে চাইলে আসল আমাকে।
ভালোবেসে কাছে এসেছিলে তুমি,
খুলে ফেলে দিয়েছিলে আমার মুখোশ,
কিন্তু হায়, হয়ে ওঠেনি তোমারও জানা,
মুখোশের আড়ালেও ছিল আর একটি মুখোশ।
কেউ জানেনা তার আসল পরিচয়।
হারিয়ে গেছে তার পেছনের মুখ,
কেউ জানতে হায় আর চায়ে ও না।
তাই আমিও আজ মুখোশের আড়ালে,
তাই আমার ঠোঁটের কোণেও আজ হাসি,
কোনো কষ্টই আর ছুটে পারে না আমায়,
আজ সবাই ই যে আমার বড় আপন।
আজ মুখোশ ই আমার বন্ধু,
আর নিজেকেই ভুলতে চাই,
নিজেরই সাজানো এই মেকি স্বপ্নে,
আজ নিজেই নিজেকে হারাই।
এর ই মধ্যে এলে তুমি এক ঝড় হয়ে,
তোলপাড় করে দিলে আমার অস্তিত্ব,
কেড়ে নিতে চাইলে আমার মুখোশ,
চিনে নিতে চাইলে আসল আমাকে।
ভালোবেসে কাছে এসেছিলে তুমি,
খুলে ফেলে দিয়েছিলে আমার মুখোশ,
কিন্তু হায়, হয়ে ওঠেনি তোমারও জানা,
মুখোশের আড়ালেও ছিল আর একটি মুখোশ।
No comments:
Post a Comment