Pages

2012-03-20

Banal Existence - একঘেয়ে জীবন

(সহ-স্রষ্ঠা - সাস্বতি ঘোষ)

ভোর বেলা উঠে তুমি বলো হায় হায়,
মায়াবী শেকল সব বাঁধা আছে পায়ে;
কেটে যাবে দিন আজও নানা পথ চেয়ে,
জীবন আজ ফের আবার, সেই একঘেয়ে।

একঘেয়ে দিন সব, শুরু থেকে শেষে
দিন আসে, দিন যায়ে, দেখো তুমি বসে
একা একা থেকে, একাকিত্ব খোজে মন
নিজ-মনে বয়ে চলে, সাদা-কালো এ জীবন।

আমি বলি তুলির টানে কত রঙের খেলা,
আঁধারে ঢাকা এ মন কেন এই বেলা?
ভোরের আকাশে যখন আজ নতুন আলো,
জীবনের কেনভাস কেন সাদা-কালো?

বলো তুমি আলো কোথা, এ রাতের আঁধার,
জীবনের কেনভাস সাদা-কালো ই আমার,
প্রিয় শিল্পী তুলির টানে রং দেবে যবে,
রং লাগা কেনভাস এ তবে ভোর হবে ...

আলো আছে আকাশে, রামধনু কোণে,
আলো আছে সঞ্চিত আমাদের মনে,
আলো নাই, আলো নাই, বলো থেকে থেকে,
আলো করো উপেক্ষা চোখ বুঝে রেখে।

নেই আলো, এই ভালো, আর কত দিন?
হবে জয়, কবে ভয়, যে ভিত্বিহীন?
দৃঢ় পায়ে হাঁটো পথ, খুলে যাবে দ্বার,
মুখে হাসি এলে পরে, কাটে অন্ধকার।

2012-03-14

Prostitution - দেহব্যবসা

রোজ যখন আঁধার নামে
আকাশ হয় কালো
তোদের লোভের দয়ায়ে আমার
আয়ে হয় বেশ ভালো

তোর ঘরের আলো নিভলে পরে
সেজে ওঠে আমার ঘর
তোরা সবাই আসিস লুটতে মজা
কে আপন কে পর

রাখিস কত দগ্ধ ক্ষত
রোজ আমার গায়ে
মুখ বুঝে সব সইতে হয়
এই পোড়া পেটের দায়ে

সকাল হলে যাস তোরা চলে
যে যার নিজের কাজে
আঙ্গুল তুলে বলিস তোরা
"মেয়েটা নষ্ট, মেয়েটা বাজে"

তোদের কথা বুকে বেধে
জমতে থাকে রাগ
বলিস তোরা সমাজের বুকে
আমরা কালো দাগ

আমার দুঃখ, কষ্ট, লাঞ্ছনা
সবই যে তোর হাতে
তোরাই আবার আসবি ফিরে
আমার ঘরে আজ রাতে...

2012-03-06

Another Day

Another day, another sunrise
Yet the story remains the same;
To fight it out, and win it all,
And stake your claims to fame.

Know the rules, have your plans,
And pick your devils to fight;
You do it again, you rule the field,
But something never feels right.

They say its over, but you know better,
To bask in joy or wail in sorrow;
For there's another day, another fight
That waits for you tomorrow.

Some days, the rules are new,
On others, they are same and old;
But each day is a battle fought,
When the final story is told.

So choose a path and walk along,
As things keep coming your way;
You fight the fight and carry on,
Because tomorrow is another day.