বাড়ি ছেড়ে অনেক দুরে বসে আছি আজ
বাড়ির পাশের ছোটো মাঠে, আজ পুজোর সাজ
আনন্দ আর হইচই দিয়ে হবে পারা মাত
কত গল্প আড্ডা নিয়ে সবাই জাগবে সারা রাত
ছোটো বড় সবাই মিলে দারুন মজা হবে
আমি কিন্তু থাকতে পারবনা এই সবে
মন তাই আজ আকুল - বিকুল ফিরে যেতে চায়ে
পুরনো সেই বন্ধুদের ফের কাছে পেতে চায়ে
মনের আশা মনেই থাকবে পূর্ণ হবে না
ফিরে যেতে চেয়েও আজ আর যাওয়া হবে না
No comments:
Post a Comment