Pages

2011-06-03

Delusion - বিভ্রম

কি হবে এত ভেবে
স্বপ্ন দেখতে ভুলে
আলেয়ার পেছনে
রাতের পর রাত জেগে।

কি লাভ আঁকড়ে ধরে রেখে
কিছু টুকরো টুকরো স্মৃতি
যা হারিয়ে গেছে কোনদিন
সময়ের অচিন তেপান্তরে।

কি হবে আর লড়ে
নিজের সাথে এ লড়াই
আজ নিজের কাছেই নাহয়
একবার হেরে গেলে।

কিসের আশায়ে তাকিয়ে থাকা
ওই সুদুর দিগন্তের দিকে
যখন ভালবাসার হাথছানি
রয়ে গেছে চোখের আড়ালে।

কেন নিজের কাছেই আজ
নিতে হয়ে মিথ্যের আশ্রয়
কিছুই কি যাবে পাওয়া
নিজেকেই ভুল বুঝিয়ে।

কেন একটুকু শান্তির জন্যে
অন্বেষণ সারা পৃথিবীর বুকে
যখন বুক ভরা কষ্টের মাঝেও
আছে সুখের নিবিড় আশ্রয়।

No comments:

Post a Comment