Pages

2012-04-12

Conversation - নিজের সাথে গল্প

অনেক দিন পর আজ
নিজের কাছে ফিরেছি
"কি রে, কেমন আছিস"
নিজেকে প্রশ্ন করেছি

চমকে উঠেছি নিজেই
নিজের আত্তয়াজ শুনে
কতটা সময় বয়ে গেছে
পারব না বলতে, দিন গুনে

নিজের কাছেই অচেনা হয়েছি
হারিয়েছি নিজেরই ঠিকানা
মনের গোপন ভাবনা সব
হায়, নিজের কাছেই অজানা

আবার করে চিনতে নিজেকে
বাড়িয়েছি বন্ধুত্বের হাত
ঠিক করেছি করবো গল্প
নিজের সাথে আজ সারা রাত

শুনব নিজের মনের কথা
তার যা যা বলার আছে
খুজবো মনের সে সব ইচ্ছে
যা লুকোনো নিজেরই কাছে

সারা রাত তাই গল্প চলবে
শেষ হবে কাল ভোর এ
সারা রাত নিজেকে খুজবো
চিনব নিজেকে নতুন করে

পারো যদি তাই তুমিও
কখনো সময় করে অল্প
কোনো এক একলা রাতে
কোরো নিজের সাথে গল্প

2012-04-02

Curtain Call

I am at the end of the road today,
And I still have so much more to say;
Maybe tomorrow the sun will rise again
But, I chose to burn out than to fade away...

I have won some battles, and lost some too,
I have enjoyed triumphs, not far and few;
So, please don't think I am running away,
Coz' even taste of defeat is nothing new...

In the game of life, there's no magic wand,
You place your bets and pick your hand;
You just try to put up your best poker face,
While the clock ticks on in grains of sand...

When the time runs out, you gotta move on
It doesn't matter, whether you lost or won;
There's one final act that needs to be done
You pull the trigger, and hand in your gun...

So, I seek no songs of glory on my way
Nor do I choose to shed tears of dismay
If ever there comes a chance to be back
I will burn once more, than fade away...


2012-03-20

Banal Existence - একঘেয়ে জীবন

(সহ-স্রষ্ঠা - সাস্বতি ঘোষ)

ভোর বেলা উঠে তুমি বলো হায় হায়,
মায়াবী শেকল সব বাঁধা আছে পায়ে;
কেটে যাবে দিন আজও নানা পথ চেয়ে,
জীবন আজ ফের আবার, সেই একঘেয়ে।

একঘেয়ে দিন সব, শুরু থেকে শেষে
দিন আসে, দিন যায়ে, দেখো তুমি বসে
একা একা থেকে, একাকিত্ব খোজে মন
নিজ-মনে বয়ে চলে, সাদা-কালো এ জীবন।

আমি বলি তুলির টানে কত রঙের খেলা,
আঁধারে ঢাকা এ মন কেন এই বেলা?
ভোরের আকাশে যখন আজ নতুন আলো,
জীবনের কেনভাস কেন সাদা-কালো?

বলো তুমি আলো কোথা, এ রাতের আঁধার,
জীবনের কেনভাস সাদা-কালো ই আমার,
প্রিয় শিল্পী তুলির টানে রং দেবে যবে,
রং লাগা কেনভাস এ তবে ভোর হবে ...

আলো আছে আকাশে, রামধনু কোণে,
আলো আছে সঞ্চিত আমাদের মনে,
আলো নাই, আলো নাই, বলো থেকে থেকে,
আলো করো উপেক্ষা চোখ বুঝে রেখে।

নেই আলো, এই ভালো, আর কত দিন?
হবে জয়, কবে ভয়, যে ভিত্বিহীন?
দৃঢ় পায়ে হাঁটো পথ, খুলে যাবে দ্বার,
মুখে হাসি এলে পরে, কাটে অন্ধকার।

2012-03-14

Prostitution - দেহব্যবসা

রোজ যখন আঁধার নামে
আকাশ হয় কালো
তোদের লোভের দয়ায়ে আমার
আয়ে হয় বেশ ভালো

তোর ঘরের আলো নিভলে পরে
সেজে ওঠে আমার ঘর
তোরা সবাই আসিস লুটতে মজা
কে আপন কে পর

রাখিস কত দগ্ধ ক্ষত
রোজ আমার গায়ে
মুখ বুঝে সব সইতে হয়
এই পোড়া পেটের দায়ে

সকাল হলে যাস তোরা চলে
যে যার নিজের কাজে
আঙ্গুল তুলে বলিস তোরা
"মেয়েটা নষ্ট, মেয়েটা বাজে"

তোদের কথা বুকে বেধে
জমতে থাকে রাগ
বলিস তোরা সমাজের বুকে
আমরা কালো দাগ

আমার দুঃখ, কষ্ট, লাঞ্ছনা
সবই যে তোর হাতে
তোরাই আবার আসবি ফিরে
আমার ঘরে আজ রাতে...

2012-03-06

Another Day

Another day, another sunrise
Yet the story remains the same;
To fight it out, and win it all,
And stake your claims to fame.

Know the rules, have your plans,
And pick your devils to fight;
You do it again, you rule the field,
But something never feels right.

They say its over, but you know better,
To bask in joy or wail in sorrow;
For there's another day, another fight
That waits for you tomorrow.

Some days, the rules are new,
On others, they are same and old;
But each day is a battle fought,
When the final story is told.

So choose a path and walk along,
As things keep coming your way;
You fight the fight and carry on,
Because tomorrow is another day.