Pages

2011-10-19

Hide-n-Seek - লুকোচুরি

দিন আসে দিন যায়ে,
নব নতুন সাজে
সবই তাও একই থাকে
জীবনের মাঝে

সুখ এসে গেল চলে
দেখ বার বার
রয়ে গেল মন-মাঝে
সেই অন্ধকার

আলো আঁধারের লুকোচুরি
এই জীবন মাঝে
মন তাই আজও হায়
টুকরো হাসি খোজে

খোজ খোজ বলে মন
কিন্তু বোঝে না হায়
যা কখনো ছিলোই না
তা কেউ কি খুঁজে পায়...

2011-10-05

Horizon - দিগন্ত

ঘরের বাঁধন ছিড়েছি আমি
আমি দেখেছি স্বপ্ন অনন্ত,
হতে অচিন পথের পথিক
হোক শীত বা হোক বসন্ত।

প্রেমের মোহক মায়াজালে
জড়াতে চেয়েছ বার বার,
আগলে রাখতে চেয়ছ
চেয়েছ রুদ্ধ করতে দ্বার।

এই পথ নয় সহজ সরল
এই সত্যি তা আমি জানি,
তাও পারিনি ফিরিয়ে দিতে
ওই সুদুর দিগন্তের হাথছানি।

তাই করেছি যাত্রা শুরু আমি
নিয়েছি এগিয়ে চলার সিদ্ধান্ত,
এই আকাশ তোমার আমার
তবু যার যার নিজের দিগন্ত॥