Pages

2012-08-01

Rain - বৃষ্টি


এখন এক বৃষ্টি ভেজা ভোর
আর দু চোখের কোলে জল
আজ অনেক দুরে আমি-তুমি
একলা তোমার আমার শহর

এক ঝড়-বাদল এর দুপুরবেলা
বই এর ফাঁকে লুকোনো চিঠি
মনের মাঝে উথাল-পাথাল
চলে পুরনো স্মৃতির খেলা

কাল-বৈশাখী সন্ধে আজ
হাতে ধরা কলম এখন চুপ
তোমার কথা ভাবছি বসে সুধু
বাকি পরে রয়েছে যত কাজ

মাঝ রাতে সেই ঝড় থেমে গেছে
বুকের মাঝে নিঝুম নিস্তব্ধতা
মনে মনে চেয়েছি আমি জেনেও
আর কখনো পাবো না তোমায় কাছে