ইস্কুল বাস বাড়ি এসে
নামিয়ে দেয় যখন
তখন থেকে সারা দুপুর
একাই থাকে খোকন
কাজের মাসি দরজা খুলে
পাত পেতে দেয় খেতে
বলে, বাপির ফিরতে দেরী হবে
বলে গেছে যেতে যেতে
খেয়ে উঠে খোকন ভাবে
এবার সে কি করে
কাজের মাসি নিশ্চিন্তে
ঘুমোয় পাশের ঘরে
নেই কোনো খেলার সাথী
নেই কোনো ভাই বোন
তাই একা একাই স্বপ্ন বোনে
ছোট্ট খোকনের মন
আছে কত কমিক্স বই
রং-চঙে, সাদা-কালো
সবই যে তার পরা শেষ
কিছুই লাগেনা ভালো
মা শুনলে দেবে বকা
যাবেনা টিভি দেখা
নিজের মনে গল্প করে
খোকন একা একা
এমন করে কাটে সময়
হয় বিকেল দুপুর গিয়ে
কাজের মাসি ডাকে এসে
হরলিক্স এর গ্লাস নিয়ে
আজ টিউসন দিদিমনি
আসবে সন্ধে হলে
হোম-টাস্ক করিয়ে দিয়ে
একটু পরেই যাবে চলে
মা বাপি ফিরবে রাতে
তাদের ক্লান্ত শরীর নিয়ে
নিজেদের ঘরে যাবে শুতে
ওকে গুড নাইট জানিয়ে
ঘুমের মাঝে জানবে না সে
পাবেনা মায়ের হাসির দেখা
কাল ও সারা দিন ধরে
খোকন থাকবে একা একা
নামিয়ে দেয় যখন
তখন থেকে সারা দুপুর
একাই থাকে খোকন
কাজের মাসি দরজা খুলে
পাত পেতে দেয় খেতে
বলে, বাপির ফিরতে দেরী হবে
বলে গেছে যেতে যেতে
খেয়ে উঠে খোকন ভাবে
এবার সে কি করে
কাজের মাসি নিশ্চিন্তে
ঘুমোয় পাশের ঘরে
নেই কোনো খেলার সাথী
নেই কোনো ভাই বোন
তাই একা একাই স্বপ্ন বোনে
ছোট্ট খোকনের মন
আছে কত কমিক্স বই
রং-চঙে, সাদা-কালো
সবই যে তার পরা শেষ
কিছুই লাগেনা ভালো
মা শুনলে দেবে বকা
যাবেনা টিভি দেখা
নিজের মনে গল্প করে
খোকন একা একা
এমন করে কাটে সময়
হয় বিকেল দুপুর গিয়ে
কাজের মাসি ডাকে এসে
হরলিক্স এর গ্লাস নিয়ে
আজ টিউসন দিদিমনি
আসবে সন্ধে হলে
হোম-টাস্ক করিয়ে দিয়ে
একটু পরেই যাবে চলে
মা বাপি ফিরবে রাতে
তাদের ক্লান্ত শরীর নিয়ে
নিজেদের ঘরে যাবে শুতে
ওকে গুড নাইট জানিয়ে
ঘুমের মাঝে জানবে না সে
পাবেনা মায়ের হাসির দেখা
কাল ও সারা দিন ধরে
খোকন থাকবে একা একা