আমি দ্বিগন্ত থেকে দ্বিগন্ত ঘুরে
আবার বেছেছি ফেরার রাস্তা
ধুলোঢাকা স্মৃতি ফের পাবে দ্যুতি
মনে রয়েছে তারই আস্থা
পুরনো কথা, পুরনো স্মৃতি
আজ পুরনো সকল গল্প
পুরনো মানুষ নতুন হয়েছে
যা অপরিবর্তিত তা অল্প
পাল্টে গেছে সে খেলার মাঠ
বাড়ির ভীড়ে ঢেকেছে আকাশ
আর কেউ তো ছিল না তখন
যখন তুমি কাছে ডেকেছিলে
আমার হাতে তুমি নিজের
বন্ধুত্বের হাত রেখেছিলে
শ্বেত-সুভ্র এই সম্পর্কের
আমরা দিইনি কোনো নাম
তাও কোনো দিন ভুলবো কি
এই সম্পর্কের কি দাম
না ই বা বুঝলো অন্য কেউ
তোমার আমার বন্ধুত্বের মানে
আমাদের শৈশব সুখস্মৃতি
তারা কেউ কি আর জানে
তোমার সাথে জড়িয়ে রয়েছে
কত অগুন্তি স্মৃতি, হায়
সে সব আনন্দময় দিনের কথা
কখনো কি ভোলা যায়
কত স্মৃতি যে আছে গোপন
যা মন করেনা প্রকাশ
প্রহরী হয়ে আগলে রেখেছ
হৃদয়-বন্ধু রুদ্রপলাশ
অনেক দুরে এসেছিলাম চলে
এই বিদেশে বেঁধেছিলাম ঘর
ফেলে এসেছিলাম পুরনো অতীত
হয়েছিলাম নিজের কাছেই পর
পারিনি ছাড়তে কিছু পিছুটান
মিলিয়ে যায়নি মনের কোলাহল
সেকল এর চেয়েও সক্ত বন্ধন
কারুর দু ফোটা চোখের জল
আজ তাই ফের আসব ফিরে
বুক ভরে নেব সুবাতাস
একবার আবার সঙ্গী হব
আমি আর তুমি, রুদ্রপলাশ
আবার বেছেছি ফেরার রাস্তা
ধুলোঢাকা স্মৃতি ফের পাবে দ্যুতি
মনে রয়েছে তারই আস্থা
পুরনো কথা, পুরনো স্মৃতি
আজ পুরনো সকল গল্প
পুরনো মানুষ নতুন হয়েছে
যা অপরিবর্তিত তা অল্প
পাল্টে গেছে সে খেলার মাঠ
বাড়ির ভীড়ে ঢেকেছে আকাশ
স্মৃতি আগলে রয়েছ একা
হে প্রিয় বন্ধু রুদ্রপলাশআর কেউ তো ছিল না তখন
যখন তুমি কাছে ডেকেছিলে
আমার হাতে তুমি নিজের
বন্ধুত্বের হাত রেখেছিলে
শ্বেত-সুভ্র এই সম্পর্কের
আমরা দিইনি কোনো নাম
তাও কোনো দিন ভুলবো কি
এই সম্পর্কের কি দাম
না ই বা বুঝলো অন্য কেউ
তোমার আমার বন্ধুত্বের মানে
আমাদের শৈশব সুখস্মৃতি
তারা কেউ কি আর জানে
তোমার সাথে জড়িয়ে রয়েছে
কত অগুন্তি স্মৃতি, হায়
সে সব আনন্দময় দিনের কথা
কখনো কি ভোলা যায়
কত স্মৃতি যে আছে গোপন
যা মন করেনা প্রকাশ
প্রহরী হয়ে আগলে রেখেছ
হৃদয়-বন্ধু রুদ্রপলাশ
অনেক দুরে এসেছিলাম চলে
এই বিদেশে বেঁধেছিলাম ঘর
ফেলে এসেছিলাম পুরনো অতীত
হয়েছিলাম নিজের কাছেই পর
পারিনি ছাড়তে কিছু পিছুটান
মিলিয়ে যায়নি মনের কোলাহল
সেকল এর চেয়েও সক্ত বন্ধন
কারুর দু ফোটা চোখের জল
আজ তাই ফের আসব ফিরে
বুক ভরে নেব সুবাতাস
একবার আবার সঙ্গী হব
আমি আর তুমি, রুদ্রপলাশ