Pages

2011-12-30

Two Worlds

The two worlds of our life,
Close together, yet so far apart;
Entwined in deathly embrace
The moment we walked in the door.

Two worlds of disparate equalities
Of truth, lies, hope and delusion
Where the glory and the sheen
Are as real as unshed tear-drops.

Worlds that are manifestations
Of a single basic reality;
Yet so alarmingly alienated
Depending on your vantage point.

But then what is the reality
Cruel cut-throat competition;
Or the soul-search for truth
In Hendrix's flaming guitar?

But then can we really answer,
Is it really possible to know;
Whether the psychedelic Floyd
Can drown out fits of failure?

Who would heed the questions
Asked on grass past midnight;
When smoky curtains lend lucidity
And thoughts run wild and free?

But wait, heed not the ramble
It's all a purely passing phase
For it's hard to be bothered
When you live on instant noodles

But hold on still, take a care,
Many a revolution were lead
And won, on half empty tea-cups
And a fag dangling on the lips.

So there may still be a chance
That we seek Paradise City
A dream, a new world Utopia,
Not to be found but built.

Who knows, may be we have a lot
Or may be have nothing at all
Or is it just that after all,
We have left passion behind?

May be there is no need to worry
And all our tensions unfounded;
All this be but mere illusions
Revealed from the world outside.

The world outside appears a desert
Yet all we do is keep checking
If the grass in the inner world
Is greener on the other side.

It's into this death-dealing desert
We will soon have to walk out to
Once we have finally taken our pick
On whichever shackles we fancy

Lives will be lived on schedule
Days will be governed by rules;
Eight-to-eight, or maybe all-nighters,
Or whichever is the new nine-to-five.

The seed of rebellion lays dormant
Rarely stirring with the life-force,
No longer nourished in this world
While we keep walking to our graves.

We go round in endless circles
Searching for our own self,
In the maze we like to call
The two worlds of our life.

2011-12-19

Desolate Nights - একাকী রাত

আমার জীবনের অন্তরঙ্গ সঙ্গী
অনেক অনেক একাকী রাত
যখন অন্ধকারের আড়ালে
সব আবরণ ছেড়ে ফেলে
সম্পূর্ণ নগ্ন, অনাবৃত
আয়েনার সামনে দাড়াই
দৈনন্দিন জীবনের অভিনয়ের মাঝে
নিজেকে বারে বারে মনে করিয়ে দিতে
কোনটা আসল আর কোনটা নকল
কারণ মনের মাঝে একটি সংশয়
হাজার মেকি মুখোশের মাঝে
নিজের আসল চেহারা হারিয়ে না যায়ে
ওই একাকী রাতের আড়ালে
উঠে আসে কত স্মৃতি বিস্মৃতি
কিছু অশ্রু ভেজা খুশি
আর হাসি মাখা কান্না
কিছু হারিয়ে যাওয়া হাথের স্পর্স
যা অনেক ক্ষত-চিহ্নর চেও গভীর
প্রায়ই এ অভিজ্ঞতা আমাকে ভিত করে
মনে হয়ে নিষ্টুর সত্যর থেকে
মুখোসের আড়াল ই তো শ্রেয়
তাও আবার কোনো এক একাকী রাতে
সব পিছুটান ফেলে রেখে আমি আর এক বার
নিজেই নিজেকে কাঠগড়ায়ে দাড় করাই

2011-12-12

Humanity - মানব-ধর্ম

ভেতরে এসে বস বাবু,
বাইরে যে হলো অন্ধকার
ডাকলো ফের মা আমায়
এলো বন্ধ করতে দ্বার

আর একটু দাড়াও না মা
তুমিও বস এসে পাশে
বললাম আমি মা কে
যদি বাবা ফিরে আসে

জেদ করে না লক্ষী সোনা
মা বলল লুকিয়ে চোখের জল
অনেকক্ষণ তো বসলি উঠোনে
এবার সোনা ভেতরে চল

এরম কেটেছে কত সন্ধে
বসে পথ চেয়েছি বারে বার
ফেরেনি তবুও বাবা কোনদিন
জানি, সে ফিরবে নাকো আর

বহুদিন পর জানতে পেরেছি
কি নৃসংশ ছিল বাবার মৃত্যু
কত হাজার বছর পেরিয়ে এসে
আজও মানুষ মানুষের শত্রু

সুধু একটি ভুল করেছিল তারা
ছিল না দোষ কোনো অন্য
মা বাবার হৃদয় হয়েছিল এক
হায়, যদিও ধর্ম ছিল ভিন্ন

সেই ভুল এর মাশুল গুনতে
দিতে হয়েছিল বাবা কে প্রাণ
পালিয়ে বেঁচেছিল মা কোনমতে
লুকিয়ে করেছিল আমায়ে জন্মদান

করে সহ্য অনেক কষ্ট 
দিনের পর দিন লড়াই করে
কত অপমান নির্বাক সয়ে
মা আমায়ে বড় করে

সুধু একটা কথা আমায়
মা সেখাত বারে বার
মাথা উঁচু করে বাঁচবে,
মানবে না কোনো দিন হার

সেই শিক্ষাই পেয়েছি আমি
জেনেছি পরিচয় দেয় কর্ম
আশা রাখি আসবে এমন দিন
যখন সেটাই হবে মানব-ধর্ম

2011-12-07

Dawn

I had been awake the whole night
All the while thinking only of you
Of the very many days of distance
And the days of nearness so few.

I was standing by the open window
Night had not touched the bed,
The dawn was breaking yonder
The east skies where painted red.

The world was new and fresh
The dew had washed them all;
The green leaves and black stones
And the spring-time water-fall.

The living world was up and about
The birds filled the air with song;
Songs of wordless sweet melodies
That Mother-Earth sang along.

A new day was upon us all
In all its untamed glory, too;
How I wished from my heart
To share this sight with you.

So, I give you this breaking dawn
I give my whole life to you,
Everything that is dear to my heart,
And all that I ever held true...